The news is by your side.

অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিমকোর্ট

0 216

অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ৩৫ দিন পর আগামীকাল রবিবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে আজ ৭ অক্টোবর পর্যন্ত অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে দেয়া অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। আপিল বিভাগে জরুরি বিষয়াদি শুনানির জন্য চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রমে পরিচালিত হয়।

আগামীকাল নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু করবেন। আগামীকাল নতুন প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমতির পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হবে।

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ২৬ সেপ্টেম্বর শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান।-বাসস

Leave A Reply

Your email address will not be published.