The news is by your side.

এশিয়ান গেমসের শেষ চারে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

0 166

ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোর বড় হয়নি বাংলাদেশের। যে উইকেটে বাংলাদেশের ব্যাটাররা হাঁসফাস করেছিলেন, সেই উইকেটে ভারতীয়রা চার-ছয়ের ফুলঝুরি ফুটিয়েছেন। ৯৭ রানের লক্ষ্যে নামা ভারতকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশের বোলাররা। ফলাফল; ৯.২ ওভারে ৯ উইকেটের জয় এশিয়ান গেমসের ফাইনালে উঠে গেছে ভারত।

বিশাল এই হারে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। সাইফ হাসানরা শনিবার লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য। নিগার সুলতানা জ্যোতিদের মতো আফিফ হোসেনরাও শেষ চারে ভারতে কাটা পড়েছে।

শুক্রবার জিয়েজাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে সকালে হালকা বৃষ্টি ঝরেছে। মাঠ ভেজা থাকায় নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর শুরু হয় ম্যাচ। টস ভাগ্যে ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ শুরুতে বোলিং নেন। স্পিন ট্র্যাকে মাহমুদুল জয় (৫), সাইফ হাসান (১) ও জাকির হাসান (০) ব্যর্থ হন।

বলের গুন ও মান বিচার করে খেলা পারভেজ ইমন এক প্রান্তে লড়লেও অন্য প্রান্তে যাওয়া-আসার মিছিল লেগে ছিল। বাংলাদেশ দল ২১ রানে তৃতীয় এবং পঞ্চাশ রানের আগে পঞ্চম উইকেট হারায়। ইমন ৩২ বলে ২৩ রান করার পর আউট হন শাহাদাত হোসেন (৫)। এরপর আফিফ (৭) ফিরলে একশ’  রান কঠিন হয়ে যায়।

শেষ দিকে জাকের আলী ২৯ বলে ২৪ রানের ইনিংস খেললে এবং রাকিবুল হাসান ১৪ রান করলে বাংলাদেশ একশ’ ছোঁয়া পুঁজি পায়। ৯ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। জবাব দিতে নেমে জশস্বী জয়সাওয়াল শূন্য করে ফিরে যান। তবে ভারতের অন্য ওপেনার ও অধিনায়ক গায়কোয়াড ২৬ বলে তিনটি ছক্কা ও চারটি চারে ৪০ রানের ইনিংস খেলে এবং তিনে নামা তিলক ভার্মা ২৬ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৫৫ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন।

Leave A Reply

Your email address will not be published.