The news is by your side.

বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর হলেন শচীন

0 181

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে গ্লোবাল অ্যাম্বাসাডর হয়েছেন শচীন তেন্ডুলকার। আইসিসি জানিয়েছে, ‘‌ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ভারতরত্ন শচীন তেন্ডুলকারকে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য গ্লোবাল অ্যাম্বাসাডর করা হয়েছে। বৃহস্পতিবার খেলা শুরুর আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মূল মঞ্চে আসবেন শচীন। তিনি টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

শচীন বলেন, ‘১৯৮৭ সালে বল বয় হিসেবে শুরু করে ছয়টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছি। বিশ্বকাপ সব সময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। ২০১১ সালে বিশ্বকাপ জেতাটা আমার ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত।’

এই বিশ্বকাপে দূত হিসেবে থাকছেন আরও বেশ কয়েকজন প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁরা হলেন, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন, নিউজিল্যান্ডের রস টেলর, ভারতের সুরেশ রায়না ও পাকিস্তানের মহম্মদ হাফিজ। ভারতী মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও আছেন দূতের তালিকায়।

Leave A Reply

Your email address will not be published.