The news is by your side.

নরেন্দ্র মোদী খুব বুদ্ধিমান : পুতিন

0 106

বরাবরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন আগেই এক বাণিজ্যিক সম্মেলনে দেশীয় গাড়ি ব্যবহার প্রসঙ্গে মোদীর প্রশংসা করেন তিনি। আবারো ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন পুতিন। বললেন, “মোদী খুব বুদ্ধিমান।”

মোদীকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “মোদীর সঙ্গে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। ভারত ও রাশিয়া উভয়ের জন্যই অনুকূল বিষয় এটা।”

অর্থনৈতিক সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ভারত ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার কথা বলেন পুতিন। এর আগে গত মাসেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি শোনা গিয়েছিল। ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রশংসা করেছিলেন পুতিন। গাড়ি তৈরি খাত নিয়ে আলোচনার সময় ভারতের প্রশংসা শোনা যায় রুশ প্রেসিডেন্টের গলায়।

Leave A Reply

Your email address will not be published.