The news is by your side.

রাজধানীর শেওড়াপাড়ায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

0 85

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকার সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে থেকে তারা সড়ক অবরোধ করেন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুরের শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করছেন, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। দাবি না মানায় তারা সকাল থেকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের গার্মেন্টসের সামনে যেতে অনুরোধ করে।

মিরপুর মডেল থানার মোহাম্মদ মহসিন বলেন, শ্রমিকরা এখন তাদের গার্মেন্টসের সামনে অবস্থান করছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মালিকপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছি। শ্রমিকদের দাবি কারখানা স্থানান্তরের আগে তাদের যেন তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হয়। শ্রমিকরা সন্দেহ করছেন মালিকপক্ষ কারখানা স্থানান্তরের কথা বলে মূলত গার্মেন্টস বন্ধ করে দেবে।

Leave A Reply

Your email address will not be published.