The news is by your side.

ইরাকে বিভিন্ন টার্গেটে আক্রমণ করেছে তুরস্ক

0 122

আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘতী হামলার কয়েক ঘণ্টা পরই ইরাকে কুর্দদের বিভিন্ন টার্গেটে বোমা হামলা চালিয়েছে তুরস্ক।

তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, রবিবার এই আক্রমণে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর বিভিন্ন টার্গেটে তারা  হামলা চালায়। এতে কুর্দদের গুহা, ডিপো, আশ্রয়স্থল-সহ ২০টি টার্গেটে বোমা ফেলা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই বিমান হামলায় পিকেকে-এর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরাকে কুর্দদের শহর সিদাকানের মেয়রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের বিমান বাহিনীর বিমানগুলো রাত নয়টা ২০ শহরে ও গ্রামের বিভিন্ন জায়গায় বোমা ফেলতে শুরু করে।

পিকেকে-কে আমেরিকা, ইইউ ও তুরস্ক সন্ত্রাসবাদী সংগঠন বলে আগেই ঘোষণা করেছে। আর প্রায় তিন কোটি ৫০ লাখ কুর্দ ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্কে বসবাস করেন।

সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়ায় কুর্দদের উপর তুরস্ক মাঝেমধ্যেই আক্রমণ করেছে। গত এপ্রিলে ১১০ জন কুর্দকে পিকেকে-এর সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

রবিবার তুরস্ক এই বিমান হামলা করার কয়েক ঘণ্টা আগে আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসের সামনে আত্মঘাতী হামলা হয়। পিকেকে এই হামলার দায় স্বীকার করে।

তারপরই প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, সন্ত্রাসীদের লক্ষ্য পূরণ হবে না। পার্লামেন্টের অধিবশেন শুরুর কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়। এই অধিবেশনে সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি নিয়ে রায় দেবে পার্লামেন্ট। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.