The news is by your side.

লাদাখের রেকর্ড উচ্চতায় রানওয়েতে হেঁটেছেন মডেলরা

0 237

ভারতের লাদাখের উমলিং লা, ১৯,০২৪ ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা। এই সর্বোচ্চ উচ্চতায় একটি আন্তর্জাতিক ফ্যাশন শো সফলভাবে আয়োজন করে বিশ্ব রেকর্ড করেছে। শো-টি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারিত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল।

গত বৃহস্পতিবার ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে শোটি অনুষ্ঠিত হয়েছিল, এতে বিশ্বের ১৪টি দেশের মডেলরা অংশগ্রহণ করেন।

শো-টি সফল করতে ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত সড়ক সংস্থা সহায়তা করে। রেকর্ড উচ্চতায় রানওয়েতে হেঁটেছেন যে সব মডেলরা তাদের মধ্যে দুজন লাদাখি মডেলও ছিলেন।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’-এর ‘এক বিশ্ব এক পরিবার’ ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিনা।

তারা বলেছেন, মডেলদের পরিধান করা পোশাকগুলো এক রঙের প্যালেট যা বসন্ত এবং গ্রীষ্মের রঙগুলোকে প্রতিফলিত করে এবং চাংথাং অঞ্চলে উৎপাদিত পশমিনা পণ্যগুলোও প্রদর্শন করে।

Leave A Reply

Your email address will not be published.