The news is by your side.

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও পর্যন্ত সরকারের তরফে পরিষ্কার কোনও বার্তা মেলেনি

0 263

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে সরকারের কাছে আবারও চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ চিঠি দেন। বৃহস্পতিবার এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাইরে পাঠানোর জন্য দুই-তিন দিন আগে শামীম ইস্কান্দার সাহেব এসেছিলেন। ওইদিনই বলে দিয়েছি। আমার কাছে চিঠি দিয়েছেন। আইনি জটিলতার কারণে চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।  উনি (আইনমন্ত্রী) এখন ব্যাখ্যা দেবেন।’

বিএনপি সূত্র জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শামীম ইস্কান্দার। ওই সাক্ষাতের পর আবেদনের কপি আইন  মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিএনপির একাধিক দায়িত্বশীল জানান, এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে পরিষ্কার কোনও বার্তা মেলেনি।

খালেদা জিয়ার মেডিক্যাল স্টাফ-সূত্র বৃহস্পতিবার বিকালে জানায়, গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে ভেতরে ভেতরে যোগাযোগ ও আলোচনা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানো ও ওয়ান-ইলেভেনের সময়ের মামলাগুলো নিয়ে আলোচনা হলে নির্বাচন নিয়েও ইতিবাচক হতে পারে বিএনপি। এ ক্ষেত্রে সরকার চায় বেগম জিয়ার মুক্তির মাধ্যমে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ।’

সরকারের কাছে পরিবারের তরফে চিঠির প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, ‘সরকার দেবে কিনা, জানি না। আমরা আমাদের কাজটা করছি। পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। দেখা যাক এখন।’

মির্জা ফখরুল বলেন, ‘না, না এগুলো নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। আমরা যদি জানতে পারি যে, সরকার দেবে, তখন অনেকগুলো জায়গা আছে, যেগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন তাকে।’মেডিক্যাল স্টাফ-সূত্র জানায়, বৃহস্পতিবারও আগের মতোই আছেন বেগম জিয়া। কেবিনে রেখেই তার চিকিৎসা চলমান রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.