The news is by your side.

কয়েক দিনের ঘটনা নিয়ে কথা বলতে ভিডিও বার্তায় তামিম

0 157

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানান নাটকীয়তা। দেশসেরা ব্যাটার তামিম ইকবাল থাকছেন কি থাকছেন না। তা নিয়ে চলছে নেটনাগরিকদের মধ্যে চলেছে তর্ক-বিতর্ক।ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিল স্কোয়াড ঘোষণার।

কয়েক দিনের ঘটনা নিয়ে কথা বলতে ভিডিও বার্তায় আসছেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ওই পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’

তিনি লিখেছেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

আজ বিকেলে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছাড়বেন ক্রিকেট দল।

Leave A Reply

Your email address will not be published.