The news is by your side.

জয়কে জন্মদিনের শুভেচ্ছা বীরের

0 192

এবার বড় ভাই  আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ছোট ভাই শেহজাদ খান বীর। জয়ের জন্মদিনে বীরের ফেসবুক থেকে একটি রিল প্রকাশ করা হয়।

সেই রিলে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে টু ইউ’ । একই কথার পুনরাবৃত্তি করে বীর।

আর এই রিলের ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া।’

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ বুধবার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জয় পৃথিবীতে আসে। আর শাকিব খান-শবনম ইয়াসমিন বুবলি দম্পতির সন্তান বীর।

এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুকের রিলে এই ভিডিও বার্তাটি শেয়ার করেছেন বীরের মা চিত্রনায়িকা বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।

ওই ভিডিও তে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’  বলে উইশ করছেন বীর।

ভিডিওটি শেয়ার করা মাত্রই ছয় হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পাশাপাশি মন্তব্যের ঝড় উঠেছে বুবলীর কমেন্টবক্সে। বীরের মতো তার ভক্তরাও জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন জয়কে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.