রাজধানীর পুরান ঢাকার লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. শাহজাহান সিকদার বলেন, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ এলে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।ভবনটিতে প্লাস্টিক পণ্যের দোকান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।