The news is by your side.

ডিএমপি কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

0 108

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে সরকারি চাকরি থেকে অবসরদিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

২০২২ সালের ২৩ অক্টোবর খন্দকার গোলাম ফারুককে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ওই বছরের ১ নভেম্বর ডিএমপির দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে আগামী ১ অক্টোবর থেকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্বভাগ গ্রহণ করবেন হাবিবুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.