The news is by your side.

সাব্বির- মুমিনুল-আশরাফুল দল পাননি বিপিএলে

0 190

বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি জাতীয় দলের এক সময়ের তারকা মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান।

জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারিতে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। প্রায় চার মাস আগেই হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফট থেকে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩১ জন খেলোয়াড়কে দলে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবারের মত এবারও ড্রাফটে অবিক্রিত রয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল। এছাড়া দল পাননি সাব্বির রহমান ও মুনিম শাহরিয়ার। এমনকি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি।

বিপিএলের গত আসরেও খেলেছিলেন সাব্বির রহমান। আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে। নিষেধাজ্ঞা থেকে ফিরে চট্টগ্রাম ভাইকিংস তাকে দলে ভিড়িয়েছিল। আর মুমিনুল গতবারের মত এবারের আসরেও দল পাননি। যদিও এখন তার জাতীয় দলের ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে আছে কেবল টেস্ট ফরম্যাটে।

২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.