ফরাসি ক্লাব পিএসজিতে কাটানো দুটি মৌসুম নিয়ে অনেকবারই কথা বলেছিলেন লিওনেল মেসি। তবে এইবার আরও একটি বেদনার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমিই একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার, যে ক্লাব (পিএসজি) থেকে কোনো স্বীকৃতি পাইনি।’
পিএসজি ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিকে যোগ দিয়েছেন মেসি। সেখানে তিনি ‘ওলগা’ চ্যানেলে ‘মিগে গ্রানাদেস’ নামে আর্জেন্টাইন এক ইউটিউবারের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তার কাটানো সুখ-দুঃখের নানা সময়কে ‘সব কিছুই একটি নির্দিষ্ট কারণে ঘটে’বলে উল্লেখ করেছেন এলএমটেন।
এছাড়া সবকিছু প্রত্যাশিত না হলেও তা মেনে নিতে হয় এমন প্রসঙ্গ মূলত পিএসজিতে কাটানো সময়ের কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘এটি এমন-ই ঘটেছে, সত্যটি আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে আমি সবসময় বলি যে বিষয়গুলো নির্দিষ্ট কোনো কারণেই ঘটে এবং যদিও আমি সেখানে (পিএসজি) ভালো ছিলাম না। সেখানে থাকাকালীন আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’
এরপরই তিনি ফাইনালে ফ্রান্সকে পরাজিত করার বিষয়টি তুলে ধরে বলেন, ‘সত্যিটা হচ্ছে আমি সে (কিলিয়ান এমবাপ্পে) সহ সবার সঙ্গে খুশি ছিলাম। কিন্তু এটা বোধগম্য যে সে সেই জায়গায় ছিল যেখানে আমরা ফাইনাল জিতেছিলাম এবং এটা আমাদের দোষ যে তারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। সে কারণে আমিই একমাত্র খেলোয়াড় ছিলাম যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পাইনি। অথচ দলের (আর্জেন্টিনা) আরও ২৫ জন খেলোয়াড় ঠিকই স্বীকৃতি পেয়েছে, আমার ক্ষেত্রে সেরকমটা হয়নি।’
সাতবারের ব্যালন ডি’অরজয়ী নিশ্চিত করলেন ২০২৪ কোপা আমেরিকা খেলবেন। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনো নিশ্চিত না। তিনি বলেন, আমি কোপা আমেরিকা নিয়ে ভাবতে পারি। তার পর আমরা দেখব, সেটা নির্ভর করছে আমি কেমন বোধ করি তার ওপর। দিনকে দিন আমার অবস্থা কোথায় দাঁড়ায় সেটা দেখব, এখনো তিন বছর আছে। আমার খেলার মান কমে গেছে, সেটা এখনো বোধ করি না। আমি একইভাবে খেলি এবং থামি। কিন্তু বাস্তবতা হলো আমার বয়স বাড়ছে। হাজারো ম্যাচ খেলে এসেছি এবং সবার জন্যই সময় বয়ে যায়।