সরস্বতী পূজার জন্য ভোট পেছানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১২ নম্বরে আলুব্দি ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী প্রচার ও গণসংযোগ সমাবেশে এই অনুরোধ জানান আতিকুল।
আতিকুল বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, সবারই উৎসব উদযাপনের অধিকার রয়েছে। আমি মনে করি, পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ পিছিয়ে দিন। কারো ধর্ম পালনে যেন কোনো বিঘ্ন না ঘটে।
ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগের বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা রাস্তায় রাস্তায় তাবিথ আউয়ালের পোস্টার দেখেছি।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমি বলব, আমাদের পোস্টার দেন, আমরা আপনাদের (তাবিথ আউয়ালের) পোস্টার লাগিয়ে দেব।’
তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে গণতন্ত্রের রাজনীতি। ৩০ তারিখ পর্যন্ত নির্বাচনে থাকুন, দেখুন জনগণ কাকে নির্বাচিত করে।”
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।