The news is by your side.

‘জনপ্রিয় নায়ক হলেও সে ছিল খুবই খোলা মনের একজন মানুষ’

0 175

 

ঢাকাই সিনেমার ইতিহাসে ফ্যাশন আইকন হিসেবে যার নাম বারবার চলে আসে তিনি সালমান শাহ। সময়ের চেয়েও অনেক এগিয়ে থাকতেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা যা আজ পর্যন্ত কেউ পায়নি।

আজ এই ক্ষণজন্মা নায়কের ৫৩তম জন্মবার্ষিকী। এদিনে সকলেই তাকে স্মরণ করেছেন নানা মন্তব্যে, বক্তব্যে কিংবা অনুভূতিতে।

অল্প সময়ের ক্যারিয়ারে তিনি জুটি বেঁধে সবচেয়ে বেশি অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে। তারা দুজন জুটি হয়ে ১৩টি ছবিতে অভিনয় করেন। এ জুটির বেশির ভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি দর্শকনন্দিতও হয়েছে।

সেই শাবনূর বলেন, ‘সালমানের মধ্যে ছেলেমানুষি ব্যাপার বেশি কাজ করত। জনপ্রিয় নায়ক হলেও সে ছিল খুবই খোলা মনের একজন মানুষ।’

তিনি আরও বলেন, ‘কখনোই তাকে স্থির থাকতে দেখিনি। খুব প্রাণচঞ্চল একজন মানুষ ছিল। ওর মধ্যে ছেলেমানুষি কাজ করত বেশি। মানুষ হিসেবে খুব শৌখিনও ছিল। টাকাপয়সা নিয়ে খুবই উদাসীন ছিল। সেভাবে ভাবত না। যা আয় করত, তা-ই খরচ করে ফেলত বলা যায়।

গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ। বাজারে নতুন গাড়ি এলেই তার কিনতে হবে। সালমান গাড়ি চালাতেও খুব ভালোবাসত। শুটিং শেষে প্রায়ই সামিরা, আমার মাসহ গাড়িতে ঘুরতে বের হতাম।’

Leave A Reply

Your email address will not be published.