ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে টাঙ্গাইলের এক বয়াতীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সেটা হুবহু পাঠকদের জন্যে তুলে ধরা হলো…
‘অনেক কিছুতে নিয়মিত না হলেও পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে, আশ্বাসে এবং বিচারে মনে প্রাণে বিশ্বাস করি।
কিন্তু আমি যে গান শুনি! গান গাই!! গান ভালোবাসি!!!
‘এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি! খোদা তোমার মেহেরবানী।’— এ গান যে আমার বড্ড প্রিয়…
এ গান কি বিশ্বাসীদের জন্য হারাম! তবে কি আমি ভুল!!!
আর ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’— এযে রবি ঠাকুরের গান!!! প্রিয় বললে কি আমার অন্যায় হবে!
জানিনা।
হে পরম করুনাময় আল্লাহ— তবে তোমার রিমান্ডেই আমাকে নেয়া হোক। এই মানবজাতির রিমান্ডে আমার যে বড্ড ভয়…’
#শরীয়ত_বয়াতী_শক্ত_থাকুক
#ধর্ম_আমাদের_দুর্বলতা_নয়_শক্তি_হোক
গত ২৪ ডিসেম্বর রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় পীর হযরত হেলাল শাহ্ পীরের ১০ম বার্ষিক পালাগানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি গান গাওয়ার সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে শরিয়ত বয়াতি বলেছিলেন, কোরআনের কোথাও লেখা নেই গান-বাজনা হারাম।