The news is by your side.

মরক্কোর ভূমিকম্প:  বিষাদ ছুঁয়েছে নোরা ফাতেহিকে

0 132

 

ভয়াবহতম ভূমিকম্পের শিকার হলো উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে হওয়া ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাড়িঘর ধ্বংস হয়ে গেছে লাখো মানুষের। এই দুর্যোগের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মরক্কোর সরকার।

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মনেও আঘাত হেনেছে মরক্কোর সেই ট্র্যাজেডি। কারণ পৈতৃক সূত্রে তিনিও মরোক্কান। তবে তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।

মরক্কোর ভূমিকম্পের খবর শুনে ইনস্টাগ্রামে দেশটির পতাকা পোস্ট করে নোরা সবার কাছে দোয়া চেয়েছেন। শুধু তাই নয়, বিধ্বস্ত মরক্কোর প্রতি ভারতের সহযোগিতায় আপ্লুত নোরা। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

সহমর্মিতা প্রকাশ করে নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই কঠিন সময়ে মরক্কোকে সর্বাত্মক সহযোগিতা করতে ভারত প্রস্তুত রয়েছে।

মোদির টুইটের বিপরীতে ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি বলেছেন, ‘বিশাল এই সহযোগিতার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দেশ হিসেবে আপনিই সহযোগিতার আওয়াজ তুলেছেন। মরোক্কান মানুষ আপনার প্রতি অনেক কৃতজ্ঞ।’

সোশ্যাল মিডিয়ায় মরক্কোর ক্ষতিগ্রস্থ মানুষের জন্য তহবিল সংগ্রহের কাজেও সরব রয়েছেন নোরা।কানাডায় বেড়ে উঠলেও কাজের জন্য ভারতকে বেছে নেন নোরা ফাতেহি। বলিউডে এসে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার লড়াইয়ে নামেন। সফলও হন অল্প সময়ের ব্যবধানে। এখন তিনি হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী। পাশাপাশি কিছু সিনেমায় অভিনয়ও করছেন নোরা।

তাকে দেখা যাবে ‘ক্র্যাক’ সিনেমায়। এতে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পেয়েছেন নোরা। ছবিতে তার সঙ্গে দেখা যাবে বিদ্যুৎ জামওয়াল ও অর্জুন রামপালকে।

 

Leave A Reply

Your email address will not be published.