The news is by your side.

যেখানে থেমেছে আজ সেখান থেকেই শুরু হবে ভারত ও পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপের সুপার ফোর

0 118

 

রবিবার শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমেই তাণ্ডব চালান ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

বাগড়া দিল বৃষ্টি। একাধিকবার বৃষ্টির কারণে এদিন আর মাঠে নামা হয়নি দুই দলের। ম্যাচটি গড়ায় রিজার্ভ ডে’তে। খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত।

কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। রোহিত ৪৯ বলে ৫৬ ও শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করেছেন। আগের ম্যাচে পাকিস্তানি পেসারদের গতি, বাউন্স আর সুইংয়ের সামনে শুরুটা কিছুটা নড়বড়ে থাকলেও রবিবার রোহিত ও গিল খেলেছেন মারমুখী ভঙ্গিমায়। বৃষ্টির পর আম্পায়াররা চেষ্টা চালিয়েছেন খেলা শুরু করার। কিন্তু নতুন করে বৃষ্টি আসায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা।

এবারের এশিয়া কাপে বিশেষ নিয়মে রিজার্ভ ডে রাখা হয়েছে শুরু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। অর্থাৎ গতকাল খেলা যেখানে থেমেছে আজ মঙ্গলবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এতে বিপাকে পড়েছে ভারত।

টানা তিন দিন খেলতে হবে তাদের।  মঙ্গলবারই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের। ফলে রবি, সোম ও মঙ্গলবার টানা তিন দিন খেলতে হচ্ছে টিম ইন্ডিয়ার।

গ্যালারি কানায় কানায় ভরে যাবে এবং ভেতরে যে পরিমাণ লোক, তার প্রায় কাছাকাছি সংখ্যক দর্শক অপেক্ষায় থাকবে স্টেডিয়ামের বাইরেও। সেটি হোক মিরপুর, মেলবোর্ন, দুবাই, লন্ডন কিংবা বার্মিংহাম। ভারত-পাকিস্তান লড়াই নিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তের উন্মাদনার ছবিটা একই রকম। এটি দেখতে দেখতেই এত দিনের অভ্যস্ত চোখের জন্য কালকের প্রেমাদাসা স্টেডিয়াম বড় এক ধাক্কা হয়েই এলো।

দর্শক কোথায়? এরপর বৃষ্টিতে এই ম্যাচ গড়ালো দ্বিতীয় দিনে। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রানের সময় বৃষ্টি নামে। আজ এখান থেকেই শুরু হবে ম্যাচটি।

Leave A Reply

Your email address will not be published.