The news is by your side.

রোমান্সের রসায়নকে ছাপিয়ে গেলেন রণবীর-আলিয়া

0 258

বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনেতা ধর্মেন্দ্র ও শাবনা আজমির ঠোঁটে চুমু খাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে। আলিয়া ভাটের সঙ্গে এমন ঘটনায় ধর্মেন্দ্রর নাতি রণবীর সিংও কিন্তু পিছিয়ে নেই। সম্প্রতি সিনেমাটির মুছে ফেলা দৃশ্যে রণবীর-আলিয়ার চুমুর ঝড়ে উড়ছে নেটদুনিয়া ক্ষেত্রে অনেকের রসায়নকে ছাপিয়ে গেলেন রণবীর-আলিয়া। আর তাদের উদ্দাম সে রোমান্সের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী,আলিয়ার সঙ্গে রণবীরের রসায়ন আগেই মুগ্ধ করেছে দর্শককে। তবে এবার নেটিজেনরা যা দেখল তা দেখে বেসামাল ভক্তরা! সম্প্রতি সামনে এসেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার একটি নতুন মিউজিক ভিডিও, সেখানে একগুচ্ছ পুরনো গানের মেলোডি মজুত রয়েছে। আর সেই গানেই লুকিয়ে রয়েছে রণবীর-আলিয়ার উদ্দাম রোমান্সের ঝলক, যা মূল ছবিতে ছিল না। এমন উত্তেজক দৃশ্য দেখে চোখ বড় হয়ে উঠল ভক্তদের।

Leave A Reply

Your email address will not be published.