পুলিশের ২৯০ কর্মকর্তা এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে সরকার।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টি করে তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্র জ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী- নতুন সৃষ্ট পদের মধ্যে ১৪০ জনকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে। আর ১৫০ জন পুলিশ সুপার পদে পদোন্নতি পাবেন।
তবে এই আদেশ অবশ্যই অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। ‘সুপারনিউমারারি পদের মেয়াদ হবে পদ সৃষ্টির দিন থেকে এক বছর। প্রসঙ্গত, সুপারনিউমারারি পদ হলো- সংখ্যাতিরিক্ত পদ। এতে কর্মকর্তা একই পদে অধিষ্ঠিত এবং পদোন্নতির পরেও একই দায়িত্ব পালন করেন।
পদ সৃষ্টির বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ প্রশাসনে পদোন্নতি প্রক্রিয়া ঝুলে থাকা সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থার অধীনে এই পদগুলো তৈরি করা হয়েছে।
তিনি বলেন, যদি সুপারনিউমারারি পদ সৃষ্টি না হয় তাহলে ২০৩০ সাল পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতি পাবেন না।তবে অনেক পুলিশ কর্মকর্তা পদোন্নতি না পেয়ে হতাশ হয়েছেন বলে সূত্র জানিয়েছে।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, পদোন্নতির সুযোগের অভাব কর্মকর্তাদের জন্য হতাশাজনক।
উল্লেখ্য, সুপার নিউমারারি পদ সৃষ্টি করে যাদের পদোন্নতি দেওয়া হবে তারা নিজ নিজ ডেজিগনেশানেই থাকবেন।তবে পদোন্নতি পাওয়ার সুবাদে তারা বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশকিছু সুবিধা ভোগ করবেন। কাজের ক্ষেত্রে তারা বর্তমান দয়িত্বের পাশাপাশি কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।