The news is by your side.

বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে একমত পুতিন-সালমান

0 105

বিশ্ব জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে একমত হয়েছেন  রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

বুধবারের ফোনালাপে দুই নেতা এ ব্যাপারে একসাথে কাজ করবেন বলে  জানান।

সৌদি আরব ও রাশিয়ার মধ্যে বিভিন্ন খাতে নানাবিধ সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

২০২৩ ব্রিকস  সম্মেলনসহ  দ্বিপাক্ষিক  স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন ভ্লাদিমির পুতিন ও মোহাম্মদ বিন সালমান। ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে সৌদি আরবের অংশীদারিত্ব বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স।

এ বছররের বাকি মাস গুলোতে ক্রমাগত দৈনিক ১০ লাখ ব্যারল করে তেল উৎপাদন কমাবে জ্বলানি বাজারের অন্যতম প্রভাবক দেশটি। ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক‍ প্লাসের সিদ্ধান্ত মোতাবেক তেলের বাজারে স্থিতিশীলতা আনার জন্য এই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।

Leave A Reply

Your email address will not be published.