বিশ্ব জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বুধবারের ফোনালাপে দুই নেতা এ ব্যাপারে একসাথে কাজ করবেন বলে জানান।
সৌদি আরব ও রাশিয়ার মধ্যে বিভিন্ন খাতে নানাবিধ সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই নেতা।
২০২৩ ব্রিকস সম্মেলনসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন ভ্লাদিমির পুতিন ও মোহাম্মদ বিন সালমান। ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে সৌদি আরবের অংশীদারিত্ব বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স।
এ বছররের বাকি মাস গুলোতে ক্রমাগত দৈনিক ১০ লাখ ব্যারল করে তেল উৎপাদন কমাবে জ্বলানি বাজারের অন্যতম প্রভাবক দেশটি। ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের সিদ্ধান্ত মোতাবেক তেলের বাজারে স্থিতিশীলতা আনার জন্য এই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।