The news is by your side.

নিজ বাসভবনে শেখ হাসিনাকে আপ্যায়ন করবেন মোদি

0 161

 

৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে আগামীকাল নয়া দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি২০-এর  সদস্য  না হলেও এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে  অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

রাষ্ট্রীয় কোনো অতিথি ভরত সফরে গেলে সাধারণত দেশটির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউস অথবা সাউথ ব্লকে আপ্যায়ন করা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে।আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন ,শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসবেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলেই মনে করছে কূটনৈতিক মহল।এছাড়া দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.