আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত অ্যাটলির নতুন ছবি ‘জাওয়ান’। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও ৬ সেপ্টেম্বর রাত পর্যন্ত সেন্সর নাপাওয়ায় বাংলাদেশে আজ ‘জাওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
দক্ষিণভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলির এই সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে
সেন্সর বোর্ডের সদস্যরা বলছেন, কবে সিনেমাটি সেন্সর হবে তা জানেন না। তবে আমদানিকারক প্রতিষ্ঠান বলছে, আজ বৃহস্পতিবারই সিনেমাটির সেন্সর হবে।
সেন্সর বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ‘জাওয়ান’ সিনেমার সেন্সর শো হওয়ার কথা ছিল।‘সেন্সর শো’ তে অংশ নেয়ার কোনো চিঠি বা মেসেজ তারা পাননি। কবে সেন্সর শো হবে সেটিও তারা জানেন না।
তবে আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির দিনক্ষণ নির্ধারিত থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত সিনেমাটি সেন্সর করানোর সুযোগ রয়েছে। এর আগেও মুক্তির আগের দিন সেন্সর করিয়ে সিনেমার ছাড়পত্র নেওয়ার রেকর্ড রয়েছে। সিনেমাটির পরিবেশক অনন্য মামুন জানিয়েছেন, সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। যদি ৭ সেপ্টেম্বর সেন্সর পায় তাহলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘জাওয়ান ‘।
তিনি আরো বলেন,আমরা সব সিনেমা হলে প্রচারের জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি। আর ছবি যেহেতু সার্ভারে চলবে, সেহেতু আলাদা করে ছবি পাঠানোর দরকার পড়বে না। হল মালিকরা ছবিটি চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত।
উল্লেখ্য, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘জাওয়ান’ বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর বিপরীতে আমাদের দেশ থেকে রফতানি করা হয়েছে ‘নবাব এলএলবি’।