একটি সংবাদ মাধ্যমকে ছোটো পর্দার অভিনেত্রী তানজিকা আমিন জানিয়েছেন , অশ্লীল দৃশ্যের জন্য শুধু পরিচালক দায়ী নয়, এর দায় অভিনয়শিল্পীরও। একজন অভিনয়শিল্পী পর্দায় কি করবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। একজন পরিচালক চাইলেই যে অশ্লীল দৃশ্যে অভিনয় করতে হবে, তার কোনো যৌক্তিকতা নেই।
সময় পাল্টেছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অভিনয়ের প্ল্যাটফর্ম। বড় পর্দা, ছোট পর্দা, ইউটিউবের পর এখন গুরুত্ব পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম।ওটিটিতে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন অনেক অভিনয়শিল্পী।
শুরু থেকেই ওটিটির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। সেন্সরশিপ না থাকায় অশ্লীল দৃশ্য প্রদর্শন করে এই প্ল্যাটফর্ম।
পরিচালকরা বলেন, গল্পের প্রয়োজন এসব দৃশ্য। কিন্ত অনেক দর্শক মনে করেন অহেতুক দেখানো হয় এসব দৃশ্য।
ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও অশ্লীল দৃশ্য দেখানো হয় ইউটিউব ,নাটকেও । এর আগে অনেকেই এসব নিয়ে কথা বললেও এবার কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন।