The news is by your side.

স্পেন অভিমুখী নৌকা ডুবে ৬০ অভিবাসীর মৃত্যু

0 100

 

পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে।

কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সাল দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা আরও জানান, প্রায় মাসখানেক আগে নৌকাটি শতাধিক আরোহী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরু করে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার নৌকাটি প্রথমবার চিহ্নিত করা হয়। কাঠের তৈরি নৌকাটিকে সাল দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে প্রথম দেখতে পাওয়া যায়। স্পেনের একটি মাছ ধরা নৌকা নৌকাটিকে দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

Leave A Reply

Your email address will not be published.