বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দিবা স্বপ্ন দেখেন’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘এই দিবা স্বপ্নে কিছু হবে না। এর আগেও ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী এবং ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবা স্বপ্ন দেখেছেন তারা। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। অনেক দিবা স্বপ্ন দেখেছেন, তাদের দিবা স্বপ্নই রয়ে গেছে।’
সোমবার সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
নির্বাচনে কোনও তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মেসেজ একটাই। কেয়ারটেকার ইজ নো মোর। নো কেয়ারটেকার। প্রাইম মিনিস্টার রেজিগনেশন নো। এগুলো পরিবর্তনের সুযোগ নেই।’
এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি। বিদেশি কোনও বন্ধু কিংবা কংগ্রেসম্যানরা বিএনপির কোনও দাবিকে তুলে ধরেননি।’
তারেক রহমান ও বিএনপি সমাবেশ দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের চলমান কর্মসূচি হলো সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবে না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে।’
নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর অধিকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপি ছাড়া অনেক দল রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের দলের মধ্যেও রয়েছে অনেকেই অংশগ্রহণ করবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুর টোল বাবদ দুই দফায় ৬৩২ কোটি টাকা প্রধানমন্ত্রীর হাত দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশ আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলও উদ্বোধন করবেন তিনি।