The news is by your side.

৩১০ মিলিয়ন ইউরোতে আল হিলালে নেইমার

0 116

 

জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে চললো। ইউরোপ ছেড়ে যাচ্ছেন আরেক বিশ্বসেরা তারকা নেইমার। পিএসজি ছেড়ে এই ব্রাজিলিয়ান তারকা নাম লেখাতে যাচ্ছেন সৌদি ক্লাব আল হিলালে।

সোমবার (১৪ আগস্ট) আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্র্যাব্রিজিও রোমানো।

এ ইতালিয়ান সাংবাদিক জানিয়েছেন, বছরপ্রতি নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা)। দুই বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে ৩১০ মিলিয়ন ইউরো।

ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করছে আল হিলাল। পিএসজি, নেইমার এবং আল হিলাল ইতোমধ্যে চুক্তির সকল কাগজপত্র যাচাই বাচাই করে নিয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে ২৫ জুন ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন নেইমার। শর্তসাপেক্ষে যেটা আরও এক বছর বাড়তে পারে।

সোমবারই ব্রাজিলিয়ান তারকার মেডিকেল হবে এবং এরপর তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। সৌদি ক্লাবটির হয়ে ব্রাজিলিয়ান তারকা ১০ নম্বর জার্সিতেই খেলবেন। এ সপ্তাহের শেষে সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে আল হিলাল।

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে থেকে ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত নেইমারই সবচেয়ে দামি খেলোয়াড়। সে থেকে গত ৬টি মৌসুম পিএসজিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন নেইমার। এছাড়া ৭৭টি গোলে সহায়তাও করেছেন। ক্লাবটিকে এ সময়ে পাঁচবার লিগ ওয়ানের শিরোপা জিততে সাহায্য করেছেন তিনি। এছাড়া ক্লাবটির হয়ে দুবার লিগ কাপ, তিনবার ফ্রেঞ্চ কাপ ও চারবার সুপার কাপ জিতেছেন নেইমার।

Leave A Reply

Your email address will not be published.