The news is by your side.

হার্দিক পাণ্ড্যর এনগেজমেন্ট: সোশ্যাল দুনিয়ায় ভাইরাল, ঊর্বশী রাউতেলা

0 597

 

 

ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য ও তাঁর সার্বিয়ান বান্ধবীর এনগেজমেন্টের খবর পাকা হয়েছিল বছরের প্রথম দিনই। হার্দিকই ইনস্টাগ্রামে ছবি দিয়ে ফাঁস করেছিলেন সে খবর। হঠাৎই ভারতীয় এই তারকার সঙ্গে সার্বিয়ার অভিনেত্রীর এনগেজমেন্টের খবরে যতটা অবাক হয়েছিলেন তাঁদের ভক্তরা, ততটাই উচ্ছ্বসিত হয়ে তাঁরা শুভেচ্ছাও জানিয়েছেন দু’জনকে। কিন্তু পোস্টের নীচে যাঁর মন্তব্য সোশ্যাল দুনিয়ায় ভাইরাল, তিনি ঊর্বশী রাউতেলা।

বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে হার্দিককে মাঝেমধ্যেই নানা পার্টিতে দেখা যেত।  দু’জনের সম্পর্ক নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। তাই প্রাক্তন প্রেমিকের এনগেজমেন্টের খবর পেয়ে কী বলেন ঊর্বশী, সে দিকে নজর ছিল অনেকেরই। অবশেষে মুখ খুললেন তিনি।

নতুন বছরের প্রথম দিনই ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য। কোনও ছবিতে সুন্দরী বিদেশিনী শুয়ে হার্দিকের বুকে। আঙুলে তাঁর হিরের আংটি ঝলকাচ্ছে ‘এনগেজমেন্ট সাইন’ হিসেবে। এক হাতে ওয়াইন গ্লাস, সাদা-কালো কার্টে নিজেকে ঢেকে হার্দিকের বুকে শুয়ে আছেন সার্বিয়ার অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ। সমুদ্রের মাঝেই এনগেজমেন্টের এমন রাজকীয় ঘোষণার সঙ্গে হার্দিক জুড়ে দিয়েছিলেন নিজেদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। সঙ্গে লেখা, ‘‘ম্যায় তেরা, তু মেরি, জানে সারা হিন্দুস্তান।’’

সেই ছবি দেখে কী বললেন তাঁর প্রাক্তন প্রেমিকা ঊর্বশী রাউতেলা?

হার্দিক ও নাতাশার এমন মাখো মাখো সম্পর্কের ছবি ও এনগেজমেন্টের খবরের সেই পোস্টের নীচে ঊর্বশীও জানালেন তাঁর প্রতিক্রিয়া। লিখলেন, ‘‘তোমাদের দু’জনের সম্পর্ক আজীবন এমন আনন্দ ও ভালবাসায় ভরে থাকুক। সুন্দর জীবন ও অশেষ প্রেমের শুভেচ্ছা রইল দু’জনকেই।’’

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.