The news is by your side.

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের শোক শোভাযাত্রা ও  শ্রদ্ধা

0 211

 

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোকের মাস আগস্টের ১০ ম দিনে টুঙ্গিপাড়ায় শোক শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম শামছুল হক ও সাধারণ সম্পাদক লিংকন মোল্লার নেতৃত্বে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম শামছুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.