The news is by your side.

কোনও চাপেই ভোটের মাঠ ছাড়বেন না ইশরাক হোসেন

0 640

 

 

কোনও চাপেই ভোটের মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে রাজধানীর গোপীবাগে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি।

ইশরাক বলেন, চাপ সৃষ্টি করে লাভ নেই। শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকব। আমরা কোনওভাবেই ভোটের মাঠ ছেড়ে যাব না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাব।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি জানানো হয়েছে- এখন থেকে নির্বাচন পর্যন্ত যারা কাউন্সিলর প্রার্থী, তাদের যেন গ্রেফতার করা না হয়। রিটার্নিং কর্মকর্তা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.