The news is by your side.

ভারত, যুক্তরাষ্ট্র কী বললো তা নিয়ে বিএনপি মাথা ঘামায় না : ফখরুল

0 222

 

ভারত, যুক্তরাষ্ট্র কী বললো তা নিয়ে বিএনপি ভাবে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কী বললো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমাদের দরকার মানুষ কী বলে।’

শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘নির্বাচন না করে ক্ষমতায় যেতে পারলে কি আনন্দ, তাই না! খুবতো বলেছিলা খেলতে চাও, তাহলে ক্ষমতা ছেড়ে রাস্তায় এসো।’

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপি’র নয়, গোটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান ও তার স্ত্রীকে দুর্নীতি মামলায় সাজা দেওয়া হয়েছে। পতন যখন অবশ্যম্ভাবী তখন এসব ক্যারিকেচার করে লাভ নেই। সরকারের সময় শেষ। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা ও কাজ করছে সরকার।

মরণপণ যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে চেয়ারে বসতে দেয়া যাবে না। এবার শেখ হাসিনার অধীন নির্বাচন করতে দেয়া হবে না।’

Leave A Reply

Your email address will not be published.