হৃতিক রোশনের ‘ওয়ার’ ছবির গান ‘ঘুঙরু’ ইতিমধ্যেই হিট। সেই গানে হৃতিকের নাচ মন জিতেছিল ভক্তদের। ইতালিতে সিনেমার শুটিং করতে গিয়ে সেই গানে নাচলেন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মন্দনা। সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি পোস্ট করেছেন ওই দক্ষিণী অভিনেত্রী। সেই পোস্টে হৃতিক রোশনকে ট্যাগ করে ভালবাসাও ব্যক্ত করেছেন রেশমিকা।
আপলোড করার পর সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন তিন লক্ষের কাছাকাছি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিয়োতে রেশমিকার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে অভিনেতা নীতিনকেও।
ভেঙ্কি কুদুমালার পরিচালনায় আসতে চলেছে তেলুগু ছবি ‘ভীষ্ম’। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন রেশমিকা ও নীতিন। সেই ছবির শুটিংয়ের জন্য তাঁরা গিয়েছিলেন ইতালির পোসিতানোতে। সেখানেই পছন্দের অভিনেতা হৃতিকের নাচের ঢঙে ‘ঘুঙরু’ গানে নেচেছেন রেশমিকা। সেই নাচে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন নীতিন।