The news is by your side.

প্রেমিক ১৪ বছরের বড়, তাতে কিছু যায় আসে না অনন্য পাণ্ডের

0 123

 

অনন্যা পান্ডে, সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন প্রেমের খবর। প্রেমিক তার চেয়ে বয়সে ১৪ বছরের বড়। কিন্তু তাতে কিছু যায় আসে না অনন্য পাণ্ডের। তার বক্তব্য, “এসব মোটেই আজকের ঘটনা নয়। অনেক দিন ধরেই হয়ে আসছে। কারও চোখে খারাপ না লাগলেই হল।”

কিন্তু কে তার সেই বেশি বয়সী প্রেমিক? কাকে নিয়ে এমন বক্তব্য অনন্যার? না, তিনি তার সত্যিকারের প্রেমিক নন। আসলে তিনি তার পর্দার প্রেমিক। তার নাম আয়ুষ্মান খুরানা। এরপর পর্দায় এই দু’জনকে জুটি হিসেবে দেখা যাবে। ছবির নাম ‘ড্রিম গার্ল ২’। এই ছবিতে জুটি বেঁধেছেন দু’জনে। আয়ুষ্মান বয়সে অনন্যার চেয়ে ১৪ বছরের বড়। কিন্তু সেটি কি বড়ই বেমানান? কী বলছেন অনন্যা?

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে জানিয়েছেন অভিনেত্রী। তার বক্তব্য, এটি এমন কিছু বেমানান নয় এবং এখন এমন হচ্ছে, এমনটাও নয়। এটি হয়ে আসছে অনেক আগে থেকেই। অনন্যার কথায়, “সেলুলয়েডে অনেক আগে থেকেই এমন বয়সের পার্থক্য রয়েছে নায়ক-নায়িকার মধ্যে। যদি এতে দর্শকের অসুবিধা না হয়, যদি তাদের চোখে না লাগে, তাহলে কোনও সমস্যা নেই। মানুষ যখন সিনেমা দেখেন, তখন তারা এই বয়সের ফারাকটি নিয়ে খুব বেশি মাথাও ঘামান না। যদি দু’জন অভিনেতা-অভিনেত্রী চরিত্রের মধ্যে খাপ খেয়ে যান, তাহলে কারও কিছু যায় আসে না।”

আয়ুষ্মানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? অনন্যার কথায়, অয়ুষ্মানের কায়দা কানুন দেখে তিনি পুরো পাগল হয়ে গেছেন। বলেছেন,“শুটিংয়ের সময়টা দারুণ কেটেছে। আয়ুষ্মানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। ‘পূজা’কে অসাধারণ লেগেছে।”

আয়ুষ্মান এই ছবিতে মহিলার চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রের নামই পূজা। কিন্তু তার সেই অভিনয়ের ক্ষেত্রে অনন্যা তাকে কোনও পরামর্শ দেননি বলেও জানিয়েছেন। তার কথায়, “কোনও পরামর্শ তো দিইনি, বরং ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। আর ওর থেকেই শিখতাম।”

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান আর অনন্যার ‘ড্রিম গার্ল ২’। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। এটি সেই ছবিরই সিক্যুয়েল।

 

Leave A Reply

Your email address will not be published.