বড়দিনে মুম্বইয়ে পরিবারের সঙ্গে ক্রিসমাস ইভ পালন করেই বন্ধু কামিয়া আরোরার সঙ্গে ছুটি কাটাতে কেরালার ব্যাকওয়াটার্স-এ পৌঁছে গিয়েছেন সারা আলি খান।
আর সেখানে পৌঁছেই বন্ধুর সঙ্গে নেমে পড়লেন সুইমিং পুলে।শীতের সকালে রোদ গায়ে মেখে বেজ রঙের বিকিনিতে উষ্ণতার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিলেন নবাব কন্যা।
একই সঙ্গে শেয়ার করলেন স্থানীয় খাবার ও ফিল্টার কফি চেখে দেখার ছবিও। শহুরে হইহট্টোগোল থেকে অনেকটা দূরে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতেই বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়েছেন সারা আলি খান।