The news is by your side.

কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা চালাতে পারে রাশিয়া, যুক্তরাজ্যের হুঁশিয়ারি

0 121

 

কৃষ্ণসাগরে চলাচলরত বেসামরিক জাহাজে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের

মুখপাত্র অ্যাডাম হজ বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরগুলোতে যাওয়ার পথে রাশিয়া সামুদ্রিক মাইন স্থাপন করেছে এবং এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে।

তিনি বলেন, ‘কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার ন্যায্যতা প্রমাণ করা এবং এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করতে এটি একটি সমন্বিত প্রচেষ্টা বলে আমরা বিশ্বাস করি।’

শর্ত পূরণ না হওয়ার অজুহাতে সম্প্রতি কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া। একই সঙ্গে এই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে হামলা জোরদার করেছে রুশ সামরিক বাহিনী।

অন্যদিকে ইউক্রেনের প্রায় সমস্ত কৃষি পণ্য রেল ও সড়কের মাধ্যমে রফতানি করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর থেকে বিশ্বব্যাপী গমের দাম ১৫ শতাংশ বেড়ে গেছে বলে জানা গেছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন,“আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে- রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের শস্য অবকাঠামোকে লক্ষ্য করে হামলা আরও প্রসারিত করতে পারে এবং কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধেও হামলা চালাতে পারে।”

মূলত নিজেদের শর্ত পূরণ না হওয়ায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়।

Leave A Reply

Your email address will not be published.