The news is by your side.

রাজধানীর গুলবাগে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

0 111

 

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলবাগ জোয়ারদার লেনে এই ঘটনা ঘটে।

অলিউল্লাহ শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও তিনি কোনো পদে ছিলেন না। তিনি রাজনীতির পাশাপাশি ইন্টারনেট ও ডিম সাপ্লাইয়ারের ব্যবসা করতেন। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।

নিহতের ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে বাসার অদূরে ৪-৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, রুবেলের শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.