আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন দল নিজেদের শক্তি প্রদর্শন করছে, আর এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি পালনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
বুধবার বিকেলে আওয়ামী লীগ নেতা–কর্মীরা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার জন্য তেজগাঁও সাতরাস্তা এলাকায় জড়ো হওয়ার পর রাজধানীর কেন্দ্রস্থলের আশপাশের সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়ে। এ সময় বনানীর দিক থেকে মগবাজারের দিকে আসা বিভিন্ন যানবাহন আটকে পড়ে। ফলে ওই রাস্তায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এসব সড়ক ছাড়াও দুই দলের কর্মসূচির কারণে রাজধানীর আরও কিছু সড়কে তীব্র যানজট চোখে পড়েছে। বেলা ২টার পর থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব ও পল্টন মোড় পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে সকালে টঙ্গীর আবদুুল্লাহপুর থেকে বিএনপি পদযাত্রা শুরু করে। পদযাত্রা শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়ে আজকে যানজটের শুরু হয়। বিএনপির এই পদযাত্রা বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছে। তাদের এই পদযাত্রা শুরু হচ্ছে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রেখে। এতে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচলকারী ব্যক্তিদের।
যানজটের কথা স্বীকার করে ট্রাফিক পুলিশের রমনা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন বলেন, গাড়ি খুব ধীরগতিতে চলছে। যানজটের কারণে সবাইকে তেজগাঁওয়ের সড়ক বাদ দিয়ে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
ট্রাফিক পুলিশের তেজগাঁও, মতিঝিল ও বাড্ডা এলাকার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সমাবেশের কারণে পুরো ঢাকায় যানজট ছড়িয়ে পড়েছে। তবে বেশি যানজট হচ্ছে মতিঝিল, কাকরাইল, রমনা, মগবাজার, সাতরাস্তা থেকে মহাখালীর রাস্তায়। এর প্রভাবে শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায়ও যানজট ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান চৌধুরী বলেন, ‘পদযাত্রা ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য ট্রাফিক সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। যদিও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো কর্মব্যস্ত দিনে কর্মসূচি না দিয়ে ছুটির দিনগুলোতে এ ধরনের কর্মসূচি পালন করলে জনভোগান্তি কমবে।’