The news is by your side.

বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেপ্তার

0 132

 

বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার সাড়ে সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ হাসান।

এর আগে মঙ্গলবার রাত ৩টার পর ‘ডিবি পুলিশের’ একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেয় বলে অভিযোগ করেছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুরের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। এর আগে রাত সোয়া ৩টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।’ ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি দাবি করে তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন।

ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান বলেন, মঙ্গলবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় বগুড়া সদর থানায় একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার ওই দুই নেতা প্রত্যেক মামলায় অভিযুক্ত। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় তারা সরাসরি জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

মঙ্গলবার বগুড়ায় বিএনপির এক দফা দাবিতে পদযাত্রাকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য ও শতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হন বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া যায়।

 

পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইয়াকুবিয়া স্কুল মোড় থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

Leave A Reply

Your email address will not be published.