The news is by your side.

এটা শুধু পদযাত্রা নয়, বিজয়ের যাত্রা: মির্জা ফখরুল

0 108

 

এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির চলমান পদযাত্রাকে বিজয়ের যাত্রা বলে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটা শুধু পদযাত্রা নয়। এটা জয় যাত্রা, বিজয়ের যাত্রা। এটা অধিকার আদায়ের বিজয়ের লক্ষে নির্ধারণের যাত্রা।

মঙ্গলবার সকালে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাপূর্ব সংক্ষপ্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনই পদত্যাগ করতে হবে। আবারও পরিষ্কার করে বলছি অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। কারণ, গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা আমরা দেখেছি। সেখানে আওয়ামী লীগের থিম ট্যাংকের হেভি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম।

সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। অথচ হিরো আলমের সঙ্গে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।’

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না। আজকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

Leave A Reply

Your email address will not be published.