The news is by your side.

যুক্তরাষ্ট্রে বজ্রঝড়: ২৬০০ ফ্লাইট বাতিল

0 155

 

যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ের কারণে ২ হাজার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে প্রায় ৮ হাজার ফ্লাইট।

সোমবার (১৭ জুলাই) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্যানুসারে, বাতিল ও বিলম্বিত বেশিরভাগ ফ্লাইটই দেশের উত্তর-পূর্ব অঞ্চলের।

রোববার দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে ১৩২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে এনবিসি নিউজ। এর মধ্যে নিউজার্সির নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাতিল করা হয়েছে ৩৫০টিরও বেশি ফ্লাইট।

এছাড়া খারাপ আবহাওয়ার কারণে জন এফ কেনেডি বিমানবন্দর এবং লা গার্ডিয়া বিমানবন্দরের গ্রাউন্ড কার্যকমও বন্ধ হয়ে যায় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময় এবং আবহাওয়ার অবস্থা পরীক্ষা করার অনুরোধ করে বেশ কয়েকটি এয়ারলাইন্স।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্যানুযায়ী, জন এফ কেনেডি বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও ৪২৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। লা গার্ডিয়া বিমানবন্দরে বাতিল হয়েছে ২৭০টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ২৭০টি ফ্লাইট।

এছাড়া বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে এবং বিলম্বিত হয়েছে আরও ৪৫৯টি ফ্লাইট।

রোববার সকালে কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক এবং রোড আইল্যান্ডের কিছু অংশের জন্য টর্নেডো সতর্কতা জারি করে এনডব্লিউএস।

Leave A Reply

Your email address will not be published.