প্রাক মৌসুমের ছুটি কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় পা রেখেছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পিএসজি ছেড়ে নতুন মৌসুমে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন মেসি। আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর না হলেও সবকিছু চূড়ান্ত, ঘোষণা দিয়েছেন মেসি নিজেই। ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতেই স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে পা রেখেছেন সাবেক এই বার্সা তারকা।
সেখানে গিয়ে সাধারণ মানুষের মতোই মার্কিন সুপারমার্কেটে সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে দেখা গেছে। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের কেনাকাটা করার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে দেখা যায় একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন মেসি। যেখানে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে।
সুপার শপে মেসিকে ঘিরে ভক্তদের বিস্ময় ও ভিড় জমাতে দেখা গেছে। বাজার বন্ধ রেখে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলতে হয়েছে, সেলফির চাহিদা মেটাতে হয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে, নিরাপত্তারক্ষী ছাড়া মায়ামিতে মেসির বাজার-সদাই করাও কঠিন হবে।
মায়ামি সূত্রে জানা যায়, আগামী ১৬ জুলাই মেসিকে পরিচয় করিয়ে দিবে মেজর লিগ সকারের ক্লাবটি। মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মিয়ামি ও যুক্তরাষ্ট্র। মেসির আগমন উপলক্ষ্যে ইন্টার মিয়ামিতে এখন যেন উৎসবের আমেজ। শহরের একটি উঁচু ভবনের দেয়ালে আঁকা হয়েছে মেসির বিশাল ম্যুরাল।
মেসিকে বরণ করে নেওয়ার দিনই মিয়ামি তার সাবেক দুই সতীর্থ জর্দি আলাবা ও সার্জিও বুস্কেটসকেও বরণ করে নেবে। সাবেক এই দুই বার্সা তারকার সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন করে ফেলেছে ইন্টার মিয়ামি।