The news is by your side.

আমরা প্রতিপক্ষ ও কন্ডিশন নিয়ে বেশি চিন্তা করলে ভালো খেলতে পারি না:  সাকিব আল হাসান

টি-২০ সিরিজ জিততে চান সাকিব

0 127

 

টি-২০ ফরম্যাটে সিলেটে শুক্রবার শুরু হওয়া দুই ম্যাচের সিরিজে বড় পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলা বাংলাদেশ দলের।

ঘরের মাঠে ইংল্যান্ডকে সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওই পরীক্ষা দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার সিলেটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব তেমনটাই বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে যেন দুই ম্যাচেই জিততে পারি। যদিও এটা সহজ হবে না।’

আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে সাকিব বলেছেন, ‘প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জিং। টি-২০ সিরিজে চ্যালেঞ্জ একটু বেশি। এখানে ছোট দল বড় দল আছে বলে আমার মনে হয় না।

এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ওদের বিপক্ষে খেলায় ওদের শক্তি, দুর্বলতা জানার ভালো সুযোগ। আমার মনে হয়, আমরা প্রতিপক্ষ ও কন্ডিশন নিয়ে বেশি চিন্তা করলে ভালো খেলতে পারি না।’

আফগানিস্তানের রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর ওয়ানডে ফরম্যাটে বড় পরীক্ষা নিয়েছে। টি-২০ র‌্যাঙ্কিংয়েও রাজত্ব করছে তারা। অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডার ওয়ানডে ফরম্যাটে বাজে ব্যাটিং করতে পারেনি। তাদের বিপক্ষে পরিকল্পনার বিষয়য়ে সাকিব জানিয়েছেন স্বতন্ত্র ক্রিকেটার নিয়ে পরিকল্পনা করেননি তারা।

টি-২০ অধিনায়ক বলেছেন, ‘আমরা কোন স্বতন্ত্র খেলোয়াড় নিয়ে চিন্তা করিনি। ব্যাটিং নিয়ে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।  যে যে সিচুয়েশন ফেস করতে হতে পারে সে সে কাজ করবে, এটা তার দায়িত্ব কীভাবে সে সামলাবে। টি-২০ ক্রিকেটে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ।’

Leave A Reply

Your email address will not be published.