The news is by your side.

পৃথিবীকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন ফজলে হাসান আবেদ :মির্জা ফখরুল

0 710

 

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ ছিলেন ক্ষণজন্মা পুরুষ। যারা পৃথিবীকে বদলে দেওয়ার চেষ্টা করেন, পৃথিবীজুড়ে যুগে যুগে মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের অবস্থানকে যারা পরিবর্তন করার চেষ্টা করেছেন নিঃসন্দে স্যার ফজলে হাসান আবেদের নাম সেইসব মানুষদের পাশে লেখা থাকবে।

আজ  সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির যে পরিবর্তন, আমাদের দেশের সামাজিক যে পরিবর্তন, এমনকি নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও স্যার ফজলে হাসান আবেদের অবদান অনন্য, বিশেষ করে শিক্ষার ক্ষেত্র তার অবদান অনস্বীকার্য। সারা দেশে ছোট ছোট ব্রাক স্কুলগুলো আমাদের আর্থসামাজিক অবস্থানকে বদলে যাওয়ার ক্ষেত্র অনেক বড় অবদান রেখেছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, পৃথিবীকে, সমাজকে বদলে দেওয়ার নিরন্তর চেষ্টা করে গেছেন স্যার ফজলে হাসান আবেদ। শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে যুগ যুগ স্মরণে রাখবে। আমি বিশ্বাস করি, তার চলে যাওয়ায় যে শূন্যতা তা সহজে পূরণ হবার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইতে স্বাক্ষর করেন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.