The news is by your side.

এডিস মশার লার্ভা পাওয়ায় পেট্রোবাংলা-টিসিবিসহ ৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে জরিমানা

0 137

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশকবিরোধী অভিযানে এইডিস মশার লার্ভা পাওয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা, টিসিবি, বিটিএমসি এবং যমুনা অয়েলকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে এই জরিমানা করা হয়।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে মশক নিধন অভিযান শুরু হয়।

অভিযান চলার সময় পেট্রোবাংলা ভবনের বেজেমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়। সে কারণে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ।

পরে অভিযান চলে পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে। সেখানে লিফটের জন্য নির্ধারিত খালি জায়গায় পানি জমে ছিল, তাতে পাওয়া যায় মশা লার্ভা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন- বিটিএমসি ভবনেও জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ওই তিন প্রতিষ্ঠানকেও ৫ লাখ টাকা করে জরিমানা করেন।

অভিযানের এক ফাঁকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।”

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এই জরিমানা করেন।

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.