The news is by your side.

গণপ্রতিনিধিত্ব আদেশে ক্ষমতা কমেনি, বরং বেড়েছে: সিইসি

0 104

 

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি, বরং বেড়েছে বলে মন্তব্য বরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

সিইসি বলেন, সরকার আমাদের প্রস্তাব মতো আরপিও সংশোধন করেছে। ইসি তার অবস্থান আরও সংহত, শক্তিশালী করার জন্য সংশোধনগুলো চেয়েছিল, সরকার সম্মত হয়েছে। সংসদ সম্মত হয়েছে। এতে করে আমাদের ক্ষমতা বর্ধিত হয়েছে। কমিশন থেকে ইসির ক্ষমতা কমানোর প্রস্তাব করা হয়েছে— এটাও অবান্তর কথা। ক্ষমতা কমানোর প্রস্তাব পাঠাতে পারে না ইসি।

সমালোচকদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা পুরো জাতি একটা সুন্দর নির্বাচন চাই। নির্বাচন নিয়ে অহেতুক, বিভ্রান্তিকর মন্তব্য করে ইসিকে হেয় করা বাঞ্ছনীয় নয়। কমিশনকে গঠনমূলক সাজেশন দিয়ে সহায়তা করলে আমরা উপকৃত হবো।

নির্বাচন সুষ্ঠু করতে ভবিষ্যতেও আইনের যেকোনো সংশোধনীর জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালেটে ভোটারের সাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

গত মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়।

বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তি সত্ত্বেও এই বিল পাস হয়।

যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন— নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, এই বিল পাসের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দলও একই দাবি করেছে।

Leave A Reply

Your email address will not be published.