The news is by your side.

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান: পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী

0 127

 

পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। তাদের জন্য শ্রীলঙ্কায় ভেন্যু ঠিক করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু এবার পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলছেন, ভারত এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবিতে অনড় থাকলে তারা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের শর্তের জন্য শ্রীলঙ্কায় টুর্নামেন্টের অনেকটা অংশ অনুষ্ঠিত হবে। ভারত নিজেদের ম্যাচগুলো সেখানেই খেলবে। এমন অবস্থায় পাকিস্তান কি ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে? তা ঠিক করতে এক দিন আগে কমিটিও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরই মধ্যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এহসান মাজারি বলেছেন, ভারত নিরপেক্ষ ভেন্যু চাইলে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে খেলবে না।

এহসান মাজারির মতে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তাহলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রেও একই দাবি করব।’

সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার কথা আহমেদাবাদে। তাতে মাজারি রাজিও, কিন্তু তার আগে ভারতের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন তিনি। মাজারি বলেন, ‘আহমেদাবাদ কোনো বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব। কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন।

আগামী ৯ থেকে ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। সেখানে এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে কথা বলতে পারেন পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। আশা করা হচ্ছে, ঐ বৈঠকে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে।

ক্রিকেটের মধ্যে ভারতই রাজনীতি টেনে এনেছে দাবি করে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে এসেছে ভারত। আমি বুঝতে পারছি না ভারত সরকার কেন তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠাতে রাজি নয়। কিছুদিন আগেই ভারতের বেসবল দল ইসলামাবাদে খেলেছে। ব্রিজ খেলতেও পাকিস্তানে এসেছিলো ভারতের খেলোয়াড়রা। সেখানে ৬০ জনের বেশি মানুষ ছিলো। ঐ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে আমি গিয়েছিলাম। তারা সেখানে জিতেছে। পাকিস্তানের হকি, ফুটবল, দাবা দল ভারতে গিয়ে খেলেছে।’

পুনরায় দু’দেশের ক্রিকেট সফরের শুরুর পক্ষে এহসান মাজারি। তিনি বলেন, ‘টেলিভিশনে পাকিস্তান-ভারত ম্যাচ সবচেয়ে বেশি দেখে মানুষ। আমরা চাই সুস্থ ক্রিকেট খেলা হোক।’

Leave A Reply

Your email address will not be published.