The news is by your side.

ইউক্রেন যুদ্ধে নিহত বেসামরিকের সংখ্যা ৯ হাজার: জাতিসংঘ

0 116

 

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিনে শুক্রবার এ হিসাব প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাটি।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ) বিবৃতিতে জানায়, ইউক্রেনে যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে উদ্বিগ্ন জাতিসংঘ। সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৯ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, ‘আজ (শুক্রবার) আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক অতিক্রম করছি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ভয়ঙ্কর হামলা চলছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনে হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম ছিল। তবে এই সংখ্যাটি মে এবং জুন মাসে আবার বাড়তে শুরু করে।

ইউক্রেনে জাতিসংঘের মনিটরিং মিশন আরও উল্লেখ করেছে, পূর্ব ইউক্রেনে গত আট বছরের তুলনায় গত ৫০০ দিনে তিনগুণ বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

বুচা এবং মারিউপোলের মতো শহরগুলো গত বছর রাশিয়ান নৃশংসতার চরম শিকার হয়েছিল।  সেখানে গণহত্যার এবং যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে ব্যাপক।

এই অবস্থায় শুক্রবার ইউক্রেনীয় বাহিনীকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে মানবাধিকার সংগঠনগুলোর। কারণ এই বোমা ব্যবহার করলে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়বে।

Leave A Reply

Your email address will not be published.