The news is by your side.

‘রোহিঙ্গাদের কেউ কেউ বোঝাচ্ছেন, যাতে তারা ফিরে না যায়’

0 106

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে যুদ্ধ ছাড়া আর সবকিছু করেছি। তবে এখনও প্রত্যাবাসন প্রক্রিয়া সফল হয়নি।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের চেষ্টা করেছি। যুদ্ধ ছাড়া আর সবকিছুই করেছি। আমরা আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান চাইছি। তবে মিয়ানমার কখনও বলেনি যে তারা নেবে না।

তিনি বলেন, রোহিঙ্গাদের কেউ কেউ বোঝাচ্ছেন, যাতে তারা ফিরে না যায়। সে কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট প্রকল্পেও অনেকে বাধা দিচ্ছে। তবে রোহিঙ্গারা গেলে নিজেদেরই ভবিষ্যৎ ভালো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

Leave A Reply

Your email address will not be published.