চিত্রনায়িকা পরীমনির ছেলে রাজ্য অসুস্থ। অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন পরীমনি।
রবিবার চিত্রনায়িকা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি জানান, অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য অসুস্থ।
ছেলের কী হয়েছে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি নায়িকা। অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন রাখলেও এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি পরীমনির।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি।
২০২২ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। আরও জানা যায়, তাদের সংসারে সন্তান আসছে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে ছেলে রাজ্য আসে।
ছেলে জন্মের পর নানা কারণেই স্বামী-অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে। আর বর্তমানে তারা আলাদা থাকছেন।